সমুদ্রসৈকতে জীবন বাঁচাচ্ছে ড্রোন লাইফগার্ড সার্ভিস

|

ছবি: সংগৃহীত

সাগরের প্রবল স্রোতে হাবুডুবু খাওয়া এক কিশোরের জীবন রক্ষা পেলো ড্রোনের কল্যাণে। ডুবন্ত ছেলেটির কাছে লাইফ জ্যাকেট পৌঁছে দেয় ওই ড্রোনটি, ঘটনাটি স্পেনের। সাগরে বিপদে পড়া মানুষকে বাঁচাতে অভিনব এ ড্রোন তৈরি করেছে ভ্যালেন্সিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান।

প্রবল স্রোতে হাবুডুবু খাওয়া ওই কিশোর দায়িত্বরত লাইফগার্ডদের নজরে এলেও তাদের মাঝখানে দূরত্ব ছিল বেশ অনেকটাই। ততক্ষণে ভেসে থাকার শক্তি ফুরিয়ে আসছিলো ছেলেটির। তখনই পাঠানো হয় ড্রোন। ড্রোন থেকেই ফেলা হয় লাইফ জ্যাকেট। যা লাইফ গার্ডরা পৌঁছানো পর্যন্ত ভাসিয়ে রেখেছিল কিশোরটিকে।

রেসকিউ ড্রোনের পাইলট মিগুয়েল অ্যাঙ্গেল পেদ্রেরো বলেন, যখন পৌঁছাই, বাচ্চা ছেলেটি খুব খারাপ অবস্থায় ছিল। ভেসে থাকার শক্তি হারিয়ে ফেলেছিল প্রায়। লাইফ জ্যাকেট পেয়ে ওটা ধরেই কোনোমতে ভেসে ছিল।

এভাবেই স্পেনের সমুদ্রসৈকতগুলোয় বিপদে পড়া মানুষের সহায়তায় কাজ করছে ড্রোন লাইফগার্ড সার্ভিস। জেনারেল ড্রোন নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে মনুষ্যবিহীন এ যান। ভ্যালেন্সিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকেই কাজ করছে স্প্যানিশ লাইফগার্ডদের সাথে।

পাইলট মিগুয়েল অ্যাঙ্গেল পেদ্রেরো আরও বলেন, উদ্ধারকর্মীদের জেট স্কির আগেই পৌঁছাতে পারে ড্রোন। জীবন বাঁচানোর ক্ষেত্রে এ সময়টুকু খুবই মূল্যবান। তাই ঝুঁকি না নিয়ে সতর্কভাবে যাওয়ার সুযোগ পান লাইফগার্ডরাও।

রয়্যাল স্প্যানিশ লাইফসেভিং এন্ড রেসকিউ ফেডারেশন এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে স্পেনে ১৪০ জনের মৃত্যু হয় সাগরের পানিতে ডুবে। যা আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি। এমন মৃত্যু ঠেকাতে দেশটির ২২টি সৈকতে কাজ করছেন জেনারেল ড্রোনের ৩০ জনের বেশি পাইলট।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply