সংযুক্ত আরব আমিরাতে বন্যায় বাংলাদেশিসহ নিহত ৭

|

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন। এই তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, নিহত সবাই এশিয়ার দেশগুলোর নাগরিক। এই তালিকায় রয়েছে এক বাংলাদেশিও। আবুধাবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, গেলো ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ফুজাইরাহ এলাকায়। পানির নীচে তলিয়ে গেছে নিচু এলাকার ঘরবাড়ি এমনকি বাণিজ্যিক প্রতিষ্ঠানও। বাধ্য হয়ে অনেকে হোটেলে আশ্রয় নিয়েছেন। ফুজাইরাহ ছাড়াও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস আল-খাইমা এবং শারজাহ শহর। বলা হচ্ছে, কিছু কিছু এলাকা থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েক দিন।

এদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত আছে প্রতিবেশী কাতারেও। গ্রীষ্ম মৌসুমে মরু অঞ্চলে এমন বন্যা ও বৃষ্টিকে বিরল বলছেন অনেকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply