জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথমবারের মতো খেলতে নামছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলেও দুটি টি-টোয়েন্টি ম্যাচই হেরেছিল বাংলাদেশ। তারপর দলে এসেছে পরিবর্তন। নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে অপেক্ষাকৃত নবীন স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ে এসেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা।
/এম ই
Leave a reply