ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকা থেকে রবিউল ইসলাম (৬৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বারগুলোর আনুমানিক ওজন ৫৮২ গ্রাম।
আটক রবিউল ইসলাম মহেশপুর উপজেলার গুড়দা এলাকার মোকছেদ আলীর ছেলে।
রোববার (৩১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সকালে বাসযোগে জীবননগর যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বার ছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে ১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৩৯৫ টাকা উদ্ধার করা হয়েছে। আটক রবিউলের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এটিএম/
Leave a reply