বিপুল আয়োজনে লালমনিরহাটে পালিত হলো ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষপূর্তি

|

লালমনিরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষপূর্তি। রোববার (৩১ জুলাই) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করেন জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলনসহ নানা আয়োজন।

দীর্ঘ ৬৮ বছর অবরুদ্ধ থাকার পর ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় কার্যকরের মধ্য দিয়ে অবরুদ্ধ জীবনের অবসান ঘটে এ এলাকার বড় একটি অংশের মানুষের। ফলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল মিশে যায় দেশের ভূখণ্ডের সাথে। অন্যদিকে ভারতে থাকা ৫১টি ছিটমহল হয়ে যায় ভারতীয় ভূখণ্ড। ছিটমহল বিনিময়ের পর অবহেলিত মানুষগুলোর মৌলিক অধিকার নিশ্চিতে ব্যাপক পদক্ষেপ নেয় সরকার।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, এখানে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অবকাঠামো নির্মাণ, শিক্ষাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। আরও যেসব সমস্যা আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply