বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা

|

ছবি: সংগৃহীত

বিগ ব্যাশে খেলার জন্য পিসিবি থেকে অনাপত্তিপত্র পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। আসন্ন বিবিএল মৌসুমে পাকিস্তানি কোনো খেলোয়াড়কে এনওসি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ক্রিকইনফো জানিয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ছাড়পত্র ইস্যুতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে পিসিবি। মূলত এই ছাড়পত্র না দেবার জন্য জাতীয় দলের ব্যস্ত সূচিকে অজুহাত হিসেবে দেখাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে কেন জাতীয় বা ঘরোয়া পর্যায়ের চুক্তিবিহীন খেলোয়াড়দের অনুমতি দেয়া হচ্ছে না তা এখনও স্পষ্ট করেনি পিসিবি।

পিসিবি সাধারণত ‘পিএসএল প্লাস ওয়ান’ নীতি অনুসরণ করেছে। অর্থাৎ, পিএসএলের সাথে অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের খেলাকে অনুমোদন দিয়ে আসতো। তবে রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড একই নীতি অনুসরণ করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন: রাশিয়ায় ১০ বছরের জেল হতে পারে মার্কিন বাস্কেটবল খেলোয়াড়ের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply