আভাস বিফলে, গুয়াতেমালায় ফের অগ্ন্যুৎপাত

|

Fuego volcano is pictured after it erupted violently, in San Juan Alotenango, Guatemala June 3, 2018. REUTERS/Luis Echeverria - RC1C41B38770

আবহাওয়া পূর্বাভাস বলছিল আর অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই। কিন্তু, ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও উদগীরণ শুরু হয়েছে গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি থেকে। রোববার থেকে দু’দিনের অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এখনও নিখোঁজ অনেকে।

মঙ্গলবার উদগীরণ বন্ধ হওয়ার পর, শিগগিরই নতুন করে অগ্ন্যুৎপাতের আশঙ্কা নেই বলে জানিয়েছিল দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ফলে কাদামাটি আর ছাইয়ের পুরু আস্তরে ঢেকে যাওয়া বিস্তীর্ণ অঞ্চলে জোরেসোরে চলছিল উদ্ধারকাজ। কিন্তু বুধবার ফুয়েগো পর্বতে ফের বিস্ফোরণ, আর দক্ষিণ দিক থেকে লাভার স্রোত নেমে আসতে থাকায় আশপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দেয় প্রশাসন। অগ্ন্যুৎপাতে মৃত্যুর ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জিমি মোরালেস।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply