নির্বাচন হতে না দেয়ার আস্ফালন করে লাভ নেই: ওবায়দুল কাদের

|

ফাইল ছবি।

নির্বাচনে আসা না আসা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, তবে নির্বাচন হতে না দেয়ার আস্ফালন করে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাদের প্রতিদিন অভিন্ন বক্তব্য, হুমকি-ধমকি শুনতে শুনতে জনগণ এখন হাসে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সংকট কোনো দেশের নয়, এ সংকট সারা বিশ্বের। বাস্তবতা অনুধাবন না করে বিএনপি ও তার দোসররা শুধু সরকারকে দায়ী করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

যারা সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায় করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী। পরিবহনে যারা পরিকল্পিতভাবে ধর্ষণ ও ডাকাতির মতো ঘটনা ঘটায় তাদের গণশত্রু হিসেবেও আখ্যা দেন ওবায়দুল কাদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply