ব্ল্যাক আউটের শঙ্কায় যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত

সামনের শীতে ব্ল্যাক আউটের শঙ্কায় যুক্তরাজ্য। দেশটির খাদ্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে সঙ্কট মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে। এমনকি দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) কর্মকর্তাদের ডিজেল ট্যাংকগুলো পূর্ণ রাখার জন্য বলা হয়েছে।

এক্সপ্রেস ডট ইউকে’র এক প্রতিবেদনে বলা হয়, সামনের জানুয়ারিতে তীব্র ঠাণ্ডা ও গ্যাসের ঘাটতিতে যুক্তরাজ্য ব্ল্যাক আউট হতে পারে। বিদ্যুতের অভাবে রেললাইন, সরকারি প্রতিষ্ঠান ও লাইব্রেরিগুলোও বন্ধ করে রাখা হতে পারে। এমতাবস্থায় খাদ্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে তৈরি থাকতে বলেছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) প্রধান তাদের কর্মকর্তাদের ডিজেল মজুতের নির্দেশ দিয়েছেন।

সম্ভাব্য সঙ্কট মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সরকার। তবুও বিশেষজ্ঞরা ধারণা করছেন, এবারের শীতে বিদ্যুতের চাহিদার ছয় ভাগের এক ভাগ পূরণের ক্ষমতা থাকতে পারে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply