মেক্সিকোর কারাগারে দুই গ্যাংয়ের মুখোমুখি সংঘাত, নিহত ১১

|

মেক্সিকোর একটি কারাগারে গ্যাং সহিংসতার জেরে প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। শুক্রবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়ারেজ শহরের একটি কারাগারে হয় সংঘর্ষের সূত্রপাত। বৃহস্পতিবার দুর্ধর্ষ মাদক সম্রাট এল চাপ্পোর সিনাগোলা কার্টেলের সদস্যদের সাথে দাঙ্গায় জড়ায়, স্থানীয় লস মেক্সিকেলস গ্রুপের মধ্যে সদস্যরা। সংঘাত ছড়িয়ে পড়ে কারাগারের বাইরেও। দু’পক্ষের সন্ত্রাসীরা এসে গোলাগুলি শুরু করে কাছাকাছি কয়েকটি ভবনে। হয় হতাহতের ঘটনা।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে চারজন একটি রেডিও স্টেশনের কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীও। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply