কাবুলে নারীদের বিক্ষোভে তালেবানের ফাঁকা গুলি-মারধর

|

আফগানিস্তানে নারীদের বিক্ষোভে ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত নারীরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিলে রাইফেলের বাট দিয়ে পেটানোর মতো ঘটনাও ঘটে। শনিবার (১৩ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার কাবুলের শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে প্রায় ৪০ জন নারী হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ করছিলেন। ব্যানারে লেখা ছিল, ১৫ আগস্ট একটি কালো দিবস। এছাড়াও তারা “রুটি, কাজ এবং স্বাধীনতা” বলে স্লোগান দিচ্ছিলেন।

এমন সময় তালেবান কর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আতঙ্কিত নারীরা আশপাশের বিভিন্ন দোকানে আশ্রয় নিলে সেখানে তাদের খুঁজে বের করে পেটানো হয়।

এছাড়াও বিক্ষোভ চলাকালীন সময় কিছু সংবাদকর্মী সেখানে সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদেরও পেটায় তালেবান যোদ্ধারা।

গেল বছর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান গোষ্ঠী। ক্ষমতা দখলের পর তারা নারীদের শিক্ষাসহ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বললেও পরে সে কথা থেকে সরে আসে তালেবান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply