মানুষ আগে না খেয়ে থাকতো, এখন খেতে পায়: তাজুল ইসলাম

|

আগে মানুষ না খেয়ে থাকতো, এখন খেতে পায়। আন্তর্জাতিক ও দেশের অবস্থাকে যদি বিশ্লেষণ করা হয় তাতে বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (১৩ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষ কষ্টে আছে। বাংলাদেশের ওপরও কিছুটা প্রভাব পড়েছে।

এ সময় বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ যাদের কাছ থেকে ঋণ নেয়া হোক না কেন, কেউ চেহারা দেখে টাকা দেয় না। বাংলাদেশের সক্ষমতা আছে দেখেই তারা ঋণ দেয় বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply