বন্যাকবলিত থাইল্যান্ড, বাঁধ ভেঙে প্লাবিত সীমান্তের ৩০ জেলা

|

মৌসুমি ঝড়ের প্রভাবে বন্যাকবলিত হয়েছে থাইল্যান্ডের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল। শনিবার (১৩ আগস্ট) ৩৫টি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী ৩০ জেলা।

গত বৃহস্পতিবার থেকে ঝড়ের প্রভাবে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেখা দিয়েছে এ বিপর্যয়। বাঁধ ভেঙে এলাকাগুলোতে কমপক্ষে ২ হাজার মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির পানি সম্পদ বিভাগ।

বন্যায় তলিয়ে গেছে দেশটির হাজার দুয়েক ঘরবাড়ি। তবে হতাহত হয়নি কেউ। দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তা দিচ্ছে প্রশাসন। সরবরাহ করছে খাবার এবং সুপেয় পানি।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ১২টি বাঁধ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসনগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply