গুলি ছুড়ে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করলো তালেবান

|

এলোপাথাড়ি গুলি ছুড়ে নারীদের বিক্ষোভ-সমাবেশ ছত্রভঙ্গ করলো তালেবান। শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মিছিলে নামেন নারীরা। এ সময় কাজের সুযোগ তৈরি এবং স্বাধীনতার দাবিতে শ্লোগান তোলেন বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা এপির।

তাদের অভিযোগ, সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়াই সরকার পরিচালনা করছে তালেবান। এখনো বন্ধ মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়া কোনো কারণ ছাড়াই তাদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

কাজ এবং রাজনীতিতে অংশগ্রহণের সুযোগের দাবিতে নামা বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। গত বছরের এই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপরই নারী শিক্ষা এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের ওপর আসে নানা বিধিনিষেধ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply