রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মিয়ানমার সফরে জাতিসংঘের প্রতিনিধি দল

|

ইয়াঙ্গুন বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নোয়েলিন হেইজার ও তার সফরসঙ্গীরা।

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মিয়ানমার সফর করছে জাতিসংঘের প্রতিনিধি দল। তবে গণমাধ্যমকে এ বৈঠকের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি বলে জানা গেছে। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

বুধবার (১৭ আগস্ট) জান্তা সরকারের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নোয়েলিন হেইজার।

জানা গেছে, বন্দি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি’র সাথে দেখা করবেন কি না- বিমানবন্দরে সাংবাদিকদের এমন সকল প্রশ্ন এড়িয়ে গেছেন নোয়েলিন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছিলো, দেশটির রাজনৈতিক সঙ্কট কাটাতে দ্রুত ব্যবস্থা গ্রহণে তাগিদ দেবেন মিয়ানমার বিষয়ক প্রতিনিধি।

এর আগে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চিকে উৎখাতের পর থেকেই অস্থিতিশীল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। বিক্ষোভকারীদের দমনে ব্যাপক ধরপাকড় চালায় জান্তা সরকার। সম্প্রতি মিয়ানমারে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply