কুমিল্লায় ডিমের বাজারে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় ডিমের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে অভিযান। এ সময় নগরীর নিউমা‌র্কেট ও রাজগঞ্জ বাজার এলাকার ডিম ও ব্রয়লার মুরগির দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

মূল্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার না রে‌খে ইচ্ছামাফিক দা‌মে ডিম বি‌ক্রির অ‌ভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার র‌ফিক স্টোর‌কে ৫ হাজার টাকা, বাবুল স্টোর‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও মুরগির দোকা‌নে ক্রয় ভাউচার না রাখা এবং অন্যান্য লভ্যাংশ ধ‌রে ব্রয়লার ও সোনালী মুরগি বি‌ক্রির অ‌ভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার ভাই ভাই ব্রয়লার হাউজ‌কে ৫ হাজার টাকা, রাজগ‌ঞ্জের রেজ্জাক ব্রয়লার হাউজ‌কে ৩ হাজার টাকা এবং হা‌শেম পোল্ট্রিকে ৮ হাজার টাকা জ‌রিমানাসহ মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে সদর উপ‌জেলা উপসহকারী প্রা‌ণিসম্পদ কর্মকর্তা মো: আবু সাঈম এবং জেলা পু‌লি‌শের এক‌টি দল উপ‌স্থিত ছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply