দেয়ালে পিঠ ঠেকাতে বাধ্য করবেন না, বাঘ হয়ে হামলে পড়ব; ইমরান খানের কঠোর হুঁশিয়ারি

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনৈতিক বিরোধীদেরকে সতর্ক করে বলেছেন, দেয়ালে পিঠ ঠেকাতে বাধ্য করবেন না। তাহলে বাঘ হয়ে হামলে পড়তে পারি।

শনিবার (৩ সেপ্টেম্বর) জনসভায় দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

ইমরান খান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি কোনো কাজ করছেন না। ফলে ঋণের জালে দেশ ডুবে আছে। এই সংকট মোকাবিলায় পিটিআই প্রধান স্বচ্ছ নির্বাচনের আহবান জানান। তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।

বিদ্যুতের কথা তুলে ধরে তিনি বলেন, কর আরোপ করার কারণে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৫০ রুপি করে বাড়ানো হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে জনতা বুঝতে পারছে না যে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করবে না সন্তানের স্কুলের বিল পরিশোধ করবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply