চর্মরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু, হুইল চেয়ারে করে মায়ের মরদেহ শ্মশানে নিয়ে গেলো ছেলে

|

ছবি: সংগৃহীত

চর্মরোগ সোরিয়াসিসে আক্রান্ত ছিলেন মা। অবহেলা বা ঘৃণা করে কেউ কাছে না আসায় হুইল চেয়ারে করে মায়ের মরদেহ শ্মশানে নিয়ে যায় ছেলে নিজেই। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর ত্রিচি জেলায়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, মুরুগানন্ধম (৬০) নামের ওই ছেলে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি মনপাড়াইয়ের কাছে ভারতিয়ার নগরে বসবাস করেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তার মা মারা যান। চর্মরোগ সোরিয়াসিসে আক্রান্ত ছিলেন তিনি। মায়ের এই মারাত্মক রোগের কারণে কেউ তার শেষকৃত্যে সাহায্য করবে না এমনটা ভেবে মরদেহটি চাদরে মুড়িয়ে আড়াই কিলোমিটার দূরে শ্মশানে নিয়ে যান মুরুগানন্ধম।

৯০ বছরের বৃদ্ধ বাবাও চলাফেরা করতে পারে না। চেনা-পরিচিত, আত্মীয়-স্বজন এমনকি আপন দুই ভাইও খোঁজ নেয়নি মায়ের। তাছাড়া শববাহী গাড়ি ভাড়া করার মতো আর্থিক সামর্থ্যও নেই তার।

মুরুগানন্ধম জানান, তার মা রাজেশ্বরীর বয়স হয়েছিল ৮৪ বছর। কয়েক বছর সোরিয়াসিসে ভুগছিলেন। বুধবার মায়ের শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। চিকিৎসক জানিয়ে দেন, আর করার কিছু নেই।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। মায়ের মরদেহ নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ারই শেষ পর্যন্ত তার ভরসা হয়ে ওঠে। শ্মশানে যাওয়ার পরে অবশ্য পৌরসভার কর্মীরা তাকে সাহায্য করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply