ইউরো ২০২৪’এ অংশ নিতে পারবে না রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ড্র’তে অংশ নিতে পারবে না রাশিয়া। এমনটাই জানিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও রাশিয়ান ফুটবল ফেডারেশন।

উয়েফা জানিয়েছে, শুধুমাত্র পুরুষ দলই নয়, চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী ইউরো চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারবে না রাশিয়া। আগামী ৯ অক্টোবর ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হবে এই আসরের বাছাইপর্বের ড্র।

এ দিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় বেলারুশকেও ইউরো থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জার্মানি। এর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে রাশিয়ান জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় সুযোগ পাচ্ছে ইউরোপের দলগুলো; বসে থাকছে না আর্জেন্টিনা-ব্রাজিলও

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply