হাতিয়ায় দুই ডাকাত দলের সংঘর্ষে নিহত ৩, অস্ত্রসহ আটক ৫

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই ডাকাত গ্রুপের মধ্যকার সংঘর্ষে তিন ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় কুখ্যাত ডাকাত খোকন বাহিনীর অন্যতম ৫ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করে চেয়ারম্যানঘাটে আনা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহগুলো। নিহত ডাকাতরা হলো, উপজেলার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা এবং ডাকাত ফখরুল গ্রুপের সদস্য কবির, সাহারাজ ও নবীর উদ্দিন ওরফে নূর নবী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে চরের নিয়ন্ত্রণ ছিল ডাকাত খোকনের হাতে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে। তারপর চর এলাকা নতুন করে নিয়ন্ত্রণ নেয় তার ভাই ফখরুল। কয়েক দিন আগে খোকন জামিনে এসে আবার চরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠে।

এরই জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত ফখরুল ও খোকন বাহিনীর মধ্যে বুধবার রাতে সংঘর্ষে তিনজন নিহত হয়। নিহত তিনজন ডাকাত ফখরুল গ্রুপের সদস্য। এ ঘটনায় হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply