শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন দুই প্রার্থী

|

গাজীপুর সিটি নির্বাচনে শেষ কয়েক ঘণ্টার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। শেষ দিনে শিল্প এলাকা চষে বেরিয়েছেন নৌকার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। অন্যদিকে, বাহিরের গণসংযোগের বদলে দলীয় অফিস কেন্দ্রিক সংযোগ চালিয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম প্রতিশ্রুতি দিয়েছেন, মেয়র হতে পারলে ৯০ দিনে চেহারা পাল্টে দেবেন গাজীপুরের। সেই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন তিনি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা-কাউলতিয়া থেকে শেষ দিনের নির্বাচনী প্রচারণার শুরু আওয়ামী লীগ প্রার্থীর। সঙ্গে ছিলেন খুলনার সিটির নতুন মেয়র তালুকদার আব্দুল খালেক। ভোটারদের পরিবর্তনের আশ্বাস দেন জাহাঙ্গীর আলম। বলেন, সমালোচনা নয়, আলোচনার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিএনপিকে সাথেই নিয়েই পরিবর্তন করবো।

জয়দেবপুর চৌরাস্তায় লম্বা সময়ের পথসভা করেন নৌকার মেয়র প্রার্থী। দুপুরে চারটি পোশাক কারখানা ঘুরে বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম।

এদিকে, প্রচারণার শেষ দিনে তার পোলিং এজেন্টদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। সুষ্ঠু নির্বাচন নিয়ে বরাবারের মতো হতাশা ও শঙ্কার কথা বলেছেন তিনি।

এদিন বিকেল পর্যন্ত গণসংযোগে বের হননি হাসান উদ্দিন সরকার। বেলা এগারটায় টঙ্গীর বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি। নেতাকর্মী গ্রেফতার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। নির্বাচনী এজেন্টদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে, প্রতিবাদ করে যাবেন বলে জানান হাসান উদ্দিন সরকার।

টঙ্গীর কার্যালয় থেকে বের হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের বেশ কয়েকটি অফিসে যান বিএনপি প্রার্থী। ভোটের দিন নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply