কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। তিনি যে ধর্মেরই হোন কেন; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

দূর্গাপুজা উপলক্ষ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়ে গণভবন থেকে ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ধরে রাখার অনন্য উদাহরণ বাংলাদেশ। এখানে একে অপরের সাথে হাসি-আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদাহরণ অনেক পুরোনো।

সেই সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কোথায় কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে সেটি প্রশাসনকে জানাতে হবে। বিষয়টি হঠাৎ বড় করে না দেখে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

উৎসব পার্বনে সবাইকে একটু সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, সঞ্চয় করা সেই অর্থ মানব কল্যাণে ব্যয় করলে অনেকের মুখে হাসি ফুঁটবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply