ইলিশ মাছের দাম অস্বাভাবিক না: শ ম রেজাউল করিম

|

ফাইল ছবি।

ইলিশ মাছের দাম অস্বাভাবিক না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশে এখনো সব মানুষের কাছে চাহিদা অনুযায়ী ইলিশ পৌঁছায়নি। তাই আগামীতে আর নতুন করে কোনো দেশে ইলিশ রফতানি হবে না। এ বছর শুধু বাণিজ্যিকভাবে রফতানি হয়েছে ভারতে। চলতি বছর ১ হাজার ৩৫২ মেট্রিক টন ইলিশ বিদেশে রফতানি করা হয়েছে। এতে বাংলাদেশ ১৬১ কোটি ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা পেয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, কেনাবেচা মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কেউ না মানলে ১ বছর থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

ইলিশ ধরা বন্ধের এই কয়েকদিনে জেলেদের জন্য ভিজিএফের পরিমাণ ২০ কেজি থেকে বাড়িয়ে ২৫ কেজি করা হয়েছে। এর আওতায় ৫ লাখ ৫৫ হাজার জেলে পরিবারকে ১৩ হাজার ৮৭২ মেট্রিক টন খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply