নারী এশিয়া কাপ: হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

|

নারী এশিয়া কাপে আজ শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

এরইমধ্যে ম্যাচটিকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হরমন প্রীত-স্মৃতি মান্ধানার ভারত। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে জয় পেলেও সবশেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। ৪ উইকেটের হারে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বিসমাহ মারুফরা।

পরিসংখ্যানে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বারের দেখায় ১০ বারই জয় পেয়েছে ভারত। আর বাকি দুইবার জিতেছে পাকিস্তানি মেয়েরা। সবশেষ কমনওয়েলথ গেমসেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply