খুলনায় গলাকেটে হত্যা করা নারীর বিচ্ছিন্ন ২ হাতের কব্জি উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

|

খুলনা ব্যুরো:

খুলনার কেডিএ এভিনিউ এলাকায় গলাকেটে হত্যার শিকার নারীর শরীর থেকে বিচ্ছিন্ন করা দুই হাতের কব্জি উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (৭ নভেম্বর) সকালে নগরীর গোবরচাকা এলাকার একটি ড্রেন থেকে পলিথিনে মোড়ানো হাতের কব্জি দুটি উদ্ধার হয়।

এর আগে র‍্যাব-৬’র একটি দল গাজীপুর থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু বক্কর মোল্লাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হাতের কব্জি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬’র খুলনার পরিচালক লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, গত ৬ নভেম্বর নগরীর কেডিএ এভিনিউ এলাকার একটি বাসা থেকে এক নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের পর তারা ছায়া তদন্তে নামেন। জানতে পারেন, ঘরের মালিক আবু বক্কর মোল্লার সাথে কবিতা নামের এক নারীর সম্পর্ক ছিলো। হত্যাকাণ্ডের আগের রাতে তারা ওই বাসায় রাত্রিযাপন করার একপর্যায়ে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় আবু বক্কর ওই নারীকে হত্যার পর তার শরীর থেকে মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

এর আগে রোববার ঘটনাস্থল থেকে একটি পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথা ও একটি বাক্সের ভেতর থেকে লাশ উদ্ধার হয়। নিহত কবিতা সাতক্ষীরার আশাশুনি থানার কালিপদ বাছারের মেয়ে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply