অর্থ পাচারের তথ্য জানতে ৮ দেশের সঙ্গে চুক্তি করবে সরকার

|

অর্থ পাচারের তথ্য জানতে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ ৮ দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা পেতে চুক্তি করবে সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে গঠিত কমিটি তিন সপ্তাহের মধ্যে খসড়া আইন দাখিল করবে। এই চুক্তি সম্পাদন হলে পাচার প্রবণ দেশ থেকে অর্থ ফেরত আনা সম্ভব হবে।

এদিকে মানি লন্ডারিং আইনের ২৭টি অপরাধের মধ্যে মাত্র একটি অপরাধের তদন্ত করতে পারে দুদক। তাই সরকারের কাছে অন্যান্য অভিযোগের তদেন্তর সুযোগ চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। যা বাস্তবায়ন হলে দুদকের কাজের পরিধি আরও বাড়বে বলে জানান দুদক সচিব মাহবুব হোসেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply