জায়গা হলো না রামোস-থিয়াগোর; বিশ্বকাপে স্পেনের দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ফুটবলের সেরা মঞ্চে এরই মাঝে চূড়ান্ত দল ঘোষণা করেছে বড় দলগুলো। এবার, ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে, আলোচনার মূল কেন্দ্রে রয়েছে তারকা ডিফেন্ডার সার্জিও রামোস এবং লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকে দলে অন্তর্ভুক্ত না করার বিষয়টি। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের দলে এসেছেন আনসু ফাতি।

রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমানো সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোসকে ছাড়াই ২৬ সদস্যের দল ঘোষণা করায় অবাক ফুটবল বিশ্ব। স্পেনের হয়ে ১৮০ ম্যাচ খেলার পাশাপাশি করেছেন ২৩ গোল। লুইস এনরিকে কোচ হওয়ার পর পরই স্পেন দলে ব্রাত্য হয়ে পড়েন সার্জিও রামোস। এবার বিশ্বকাপ দল থেকেই বাদ পড়লেন তিনি।

এছাড়া স্পেন দলে নতুন কোনো চমক নেই। তারুণ্য নির্ভর দলের উপর আস্থা রেখেছেন কোচ লুইস এনরিকে। দলটির মূল শক্তি তাদের মাঝমাঠ ও আক্রমণভাগ। অভিজ্ঞ সার্জিও বুস্কেটসের সাথে বার্সেলোনা সতীর্থ গাভি ও পেদ্রিকে নিয়ে মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের উপর আক্রমণ সাজাতে ব্যস্ত থাকবে স্প্যানিশরা। এছাড়াও ম্যান সিটি খেলোয়াড় রদ্রি এবং এটলেটিকো মাদ্রিদের কোকে খেলার সুযোগ পেলে নিজেদের মেলে ধরবেন তাদের নান্দনিক ছন্দে।

ফরোয়ার্ডে বার্সেলোনার ফেরান টোরেস, আনসু ফাতির সাথে নাম্বার নাইনে আলভারো মোরাতা প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যস্ত থাকবেন। সেই সাথে দলে সুযোগ পেলে অ্যাসেনসিও, সারাবিয়ারাও ভয়ংকর হয়ে উঠতে পারেন।

তাই কাতার বিশ্বকাপে তারুণ্য নির্ভর দারুণ এক দল নিয়ে যাচ্ছে স্প্যানিশরা।

বুধবার (২৩ নভেম্বর) কোষ্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দলটি। এছাড়াও গ্রুপ এফ’এ তাদের বাকি দুই প্রতিপক্ষ আরেক ফেভারিট জার্মানি ও জাপান।

বিশ্বকাপে স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: কারভাহাল, অ্যাজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামন, পাও তোরেস, আইমেরিক ল্যাপোর্তা, জর্দি আলবা, গায়া।
মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্তে, পেদ্রি, কোকে।
ফরোয়ার্ড: ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

আরও পড়ুন: বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা নেদারল্যান্ডসের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply