ফ্রান্স এশিয়ায় সংঘাত চায় না: ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

ফ্রান্স এশিয়ায় সংঘাত চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান তিনি। খবর ফ্রান্স টোয়েন্টিফোরের।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ২১টি শক্তিধর দেশ নিয়ে এপেক গঠিত। মার্কিন-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চান ম্যাকরন। তিনি বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।

ম্যাকরন বলেন, আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না

আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি। আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply