‘কোম্পানি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির পর কী প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না’

|

ফাইল ছবি।

কোম্পানি পর্যায়ে বিদ্যুতের দাম ২০ ভাগ বাড়ানোর কী প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায়। বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। ঘাটতি কমছে। এখন অবস্থা আগের চেয়ে ভালো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply