জার্মান উপ-রাষ্ট্রদূতের দুর্ঘটনার পর ঢাকনা বসেছে গুলশানের সেই ম্যানহোলে

|

জার্মান উপ-রাষ্ট্রদূতের টুইটের পর সেই ম্যানহোলে ঢাকনা বসানো হয়েছে।

গুলশানের রাস্তায় রাতে হাটতে বের হয়ে খোলা ম্যানহলে পড়ে পা ভেঙে যায় জার্মান উপ-রাষ্ট্রদূত ইয়ান ইয়ানোস্কির। এ খবর জানতে পেরে দুঃখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এরইমধ্যে ম্যানহোলের ঢাকনা বসানো হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) হুইল চেয়ারে বসে এই ঘটনা জানিয়ে টুইটারে ছবি প্রকাশ করেন তিনি। বলেন, ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে ঢাকনা বিহীন ম্যানহোলের পড়ে পা ভেঙে যায় তার। তার টুইটের কমেন্টে ঢাকার ফুটপাতে হাঁটতে গিয়ে একই অভিজ্ঞতার কথা জানান আরও দুই জার্মান নাগরিক।

জার্মান উপ-রাষ্ট্রদূতের এমন টুইট নজরে আসার পর দুঃখ প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জানান, এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা দুখিঃত। তবে সকল নাগরিককে বললো, আপনারা আমাদের ঢাকা অ্যাপসে যান। সেখানে গিয়ে আপনাদের যেকোনো সমস্যার কথা জানান। আমরা চেষ্টা করবো ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার।

রাজধানীর অধিকাংশ ম্যানহোলে ব্যবহার করা হয় লোহার ঢাকনা। সেগুলো সহজেই খুলে নিয়ে যায় চোরেরা। তাই ম্যানহোলের ঢাকনা চুরি ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মেয়র।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply