মোহাম্মদপুর হাউজিং এস্টেটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান

|

মোহাম্মদপুর হাউজিং এস্টেটে অবস্থিত ৮টি ডি-টাইপ কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

বুধবার (২৩ নভেম্বর) সকাল নয়টার কিছু পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহর নেতৃত্বে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। কলোনির ৮টি ভবনে বসবাস করতেন ২৮৮টি পরিবার।

ভুক্তভোগীদের অভিযোগ, উচ্ছেদের আগে তাদের আসবাবপত্র সরিয়ে নিতে পর্যাপ্ত সময় না দেয়ায় বিপাকে পড়েছেন তারা। কোনো প্রকার নোটিশ না দিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

বাসিন্দাদের পক্ষের আইনজীবীর দাবি, মামলাটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগে এমন অভিযান আদালত অবমাননার সামিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply