হাসপাতালে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির

|

কারাবন্দি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে হাসপাতালে নেয়া হয়েছে। রোববার তার আইনজীবী জানিয়েছেন এ তথ্য। খবর রয়টার্সের।

আইনজীবী বলেন, শারীরিক জটিলতার জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে তার। ৭৮ বছর বয়সী বশিরের উচ্চ রক্তচাপ ও কিডনীর জটিলতা মারাত্মক রূপ নিয়েছে বলে জানান তিনি। কারাগারে চিকিৎসা ছাড়া রাখা হলে মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে বলেও দাবি করেন। বশিরকে হাসপাতালে স্থানান্তরের জন্য গত মঙ্গলবার আবেদন করা হয় আদালতে।

১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থানের পথ ধরে ক্ষমতায় আসেন ওমর আল বশির। ২০১৯ সালে তীব্র গণঅভ্যুত্থানের মুখে পতন হয় তার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply