ক্রিসমাসের আগে খেরসনে রুশ হামলা; নিহত অন্তত ৭, আহত ৫৮

|

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসনে চালানো রুশ হামলায় অন্তত ৭ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে ইউক্রেনের প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর রয়টার্সের।

শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন ইউক্রেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো।

এ হামলার কিছুক্ষণ পরই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে বলেন, ক্রিসিমাস ইভে শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ করে ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে রাশিয়া।

হামলার পর খেরসনের প্রসিকিউটর অফিস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তত আটজন বেসামরিকের নিহত হওয়ার কথা জানিয়েছে। আর, খেরসনের জরুরী পরিষেবা থেকে পাওয়া তথ্য অনুযায়ী- শনিবারের হামলায় শহরের একটি আবাসিক এলাকার কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ৪০ মিনিটের পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে এ ঘটনায় মৃত ও আহতের সংখ্যা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply