আফগানিস্তানে শৈত্যপ্রবাহে নিহত ৭০, মারা গেছে ৭০ হাজার গবাদিপশু

|

আফগানিস্তানে সাম্প্রতিক লাগাতার শৈত্যপ্রবাহে এ পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে ৭০ হাজারেরও বেশি গবাদি পশু। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত সপ্তাহ থেকে রাজধানী কাবুলসহ অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে নেমে গেছে। দেশের কেন্দ্রীয় অঞ্চল ঘোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আফগানিস্তান আবহাওয়া অফিসের প্রধান মোহামম্দ নাসিম মুরাদি বলেন, এ বছর শীতে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। আমরা ধারণা করছি শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় ধরে অব্যাহত থাকবে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গত আট দিনে ৭০ জন মানুষ এবং ৭০ হাজার গবাদি পশু মারা গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply