ডিসি সম্মেলন শুরু ২৪ জানুয়ারি, আলোচনার জন্য প্রস্তাব এসেছে ২৪৫টি: মন্ত্রিপরিষদ সচিব

|

২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে আলোচনার জন্য ডিসিরা ২৪৫টি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, নির্বাচন সামনে রেখে এবার ডিসি সম্মেলন হচ্ছে। সেজন্য নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া এবং মাঠ পর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য তাদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে।

পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটা করা প্রশাসনের জন্য কঠিন হবে না বলেও জানান তিনি। তবে অনেক সময় নির্বাচনের আগে জরুরি সম্মেলন হওয়ার নজিরও আছে জেলা প্রশাসকদের নিয়ে।

মাহবুব হোসেন জানান, জেলা প্রশাসকরা যত প্রস্তাব দিয়েছেন সেগুলোর মধ্যে ভুমি সংক্রান্ত জটিলতা, আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা, স্বাস্থ্য সেবা দিতে গিয়ে সমস্যাসহ মাঠ পর্যায়ের কাজে যে ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply