এনজোর দ্যুতি ছড়ানোর রাতে চেলসির ড্র

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের সাথে গোল শূন্য ড্র করেছে দলবদলে রেকর্ড অর্থ খরচ করা চেলসি। দল ড্র করলেও নিজের অভিষেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন রেকর্ড ট্রান্সফার ফি’তে ইপিএলে পাড়ি জমানো আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফার্নান্দেজ।

এবারের প্রিমিয়ার লিগে বিবর্ণ সময় পার করছে চেলসি। সে দুর্দিন কাটাতে ব্লুজদের স্বত্ত্বাধিকারী আমেরিকার ধনকুবের টড বোহলি জানুয়ারির দলবদলে করেছেন রেকর্ড পরিমাণ অর্থের খরচ। ৮ জন নতুন খেলোয়াড় কিনতে ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে চেলসি। যা জানুয়ারির দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট খরচের ৩৭ শতাংশ। কিন্তু, রেকর্ড পরিমাণ অর্থ খরচ করেও প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পায়নি চেলসি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ৯ নম্বরে।

ছবি: সংগৃহীত

স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের বিপক্ষে নতুন সাইনিং এনজো ফার্নান্দেজকে নিয়ে মাঠে নামে চেলসি। এনজোর বিল্ডআপে চেলসির প্রথম আক্রমণকে গোলে পরিণত করতে পারেননি কাই হাভার্টজ। সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন এ জার্মান স্ট্রাইকার। এরপর, হাকিম জিয়াশের দারুণ ক্রসে চিপ করে ফুলহ্যামের গোলরক্ষককে পরাস্ত করলেও হাভার্টজের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সুযোগ তৈরি করেছিল ফুলহ্যামও। দলের সবচেয়ে বড় তারকা মিত্রভিচের মাঝমাঠ থেকে নেয়া জোরালো শট রুখে দেন চেলসির গোলরক্ষক কেপা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু এ আর্জেন্টাইনের নেয়া শটটি ছিল অফটার্গেট। তবে, চেলসির সবচেয়ে বড় সুযোগটি মিস করেছেন ডাট্রো ফোফানা। গোলরক্ষককে পরাস্ত করে অরক্ষিত বারে শট নিলেও তা রুখে দেন ফুলহ্যাম ডিফেন্ডার টিম রিম। এরপর, নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply