তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট

|

রাজধানীর তেজকুনি পাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জানা গেছে।

বস্তিতে লাগার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের রোলিং মিল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারি। এই মুহূর্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া, এ আগুনে কারো হতাহতের খবরও এখনও জানা যায়নি।

সম্প্রতি, সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা, তুলার গোডাউন, সায়েন্স ল্যাব, গুলিস্তানের সিদ্দিকবাজারসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যেই রাজধানীর তেজুকুনি পাড়ায় বস্তিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply