পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম জং উন

|

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর রয়টার্সের।

দেশ দুটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে এমন অভিযোগ এনে এ নির্দেশ দিয়েছেন তিনি। ভাষণে কি জং উন জানান, যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বড় হুমকি হয়ে উঠেছে পিইয়ংইয়ংয়ের জন্য। তাদের সতর্ক করতেই এই সামরিক প্রশিক্ষণ।

সম্প্রতি দক্ষিণ চীন সাগর এলাকায় যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। গেল দুদিনে বিশেষ মহড়া চালায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। পারমাণবিক আক্রমণের সক্ষমতা জোরদার করতে এ মহড়া চালানো হয়। এসময় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply