সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ

|

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল মালিককে ফেরত দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্স কনফারেন্স হলে এ মোবাইল ফেরত দেয়া হয়। এছাড়া বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া দুই লাখ ৩১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় মালিককে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার ও ফেরত দেয়া হচ্ছে। একটি মোবাইল উদ্ধার করতে পুলিশকে নিরলস পরিশ্রম করতে হয়। জনগণকে সেবা দেয়াই আমাদের উদ্দেশ্য। এ সময় জিনিসপত্র সম্পদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে খুশি মালিকরা। তারা বলেন, মোবাইল ফিরে পাবো এমন আশা ছেড়েই দিয়েছিলেন তারা কিন্তু ফেরত পেলেন। পুলিশের এমন কার্যক্রমকে প্রশংসা করেন তারা।

এ সময় সাতক্ষীরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত এসব মোবাইলের মূল্য আনুমানিক ২৫ লাখ ২০ হাজার টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply