৩৯ বলে চার্লসের সেঞ্চুরি, দ.আফ্রিকাকে ২৫৯ রানের লক্ষ্য উইন্ডিজের

|

ছবি: সংগৃহীত

সিরিজের ২য় টি-টোয়েন্টিতে জনসন চার্লসের ঝড়ো সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে ২৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে উইন্ডিজ। ক্যারিবীয় ব্যাটারদের ঝড়ে সেঞ্চুরিয়ানে এদিন ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছেন সফররতরা।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সেই ধারাবাহিকতা ধরে রাখে ২য় ম্যাচও। যদিও ব্রেন্ডন কিং প্রথম ওভারেই ফিরে যান ওয়েইন পারনেলের বলে রিজা হ্যান্ড্রিক্সের হাতে ক্যাচ দিয়ে। এরপর কাইল মায়ার্সকে সাথে নিয়ে ঝড় তোলেন জনসন চার্লস। ২য় উইকেট জুটিতে ৫৮ বলে ১৩৫ রান করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন এই দুই ব্যাটার।

২৭ বলে ৫টি চার আর ৪টি ছয়ের সাহায্যে ৫১ রান করে আউট হন মায়ার্স। মার্কো ইয়ানসেনের বলে কাইল মায়ার্স বোল্ড হবার সময় দলের রান ছিল ১৩৭। একই ওভারে ইয়ানসেন নিকোলাস পুরানকে ফেরালে কিছুটা আশার আলো দেখেছিল স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

কিন্তু তখনও ক্রিজে ছিলেন জনসন চার্লস। ৩৯ বলে সেঞ্চুরি করে ক্যারিবীয়দের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এর আগের রেকর্ডটির মালিক ছিলেন ‘ইউনিভার্সেল বস’ ক্রিস গেইল। ৪৭ বলে একশ’ করেছিলেন গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকা চলে এসেছেন জনসন চার্লস। ৩৫ বলে সেঞ্চুরি করে সবার উপরে আছেন ডেভিড মিলার, রোহিত শর্মা ও বিক্রমাসেকেরা। এরপর ৩৯ বলে সেঞ্চুরি করাদের তালিকায় চার্লসের সাথে আছেন রোমানিয়ার পেরিয়ালওয়ার এবং হাঙ্গেরিয়ার জিশান কুকিখেল।

সেঞ্চুরি করে আরও ভয়ংকর হয়ে ওঠেন চার্লস। তবে ১১৮ রানের বেশি করতে পারেননি তিনি। ইয়ানসেনের বলে বোল্ড হবার আগে ১১টি ছক্কা আর ১০টি চার মেরেছেন এই বিধ্বংসী ব্যাটার।

এরপর অধিনায়ক রাভম্যান পাওয়েলের ১৯ বলে ২৮ রানে দুইশ’র কোটা পার করে উইন্ডিজ। শেষ দিকে রোমারিও শেফার্ডের ১৮ বলে অপরাজিত ৪১ আর স্মিথের ৫ বলে অপরাজিত ১১ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮’তে থামে ক্যারিবীয়দের ইনিংস। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক মাঠে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ স্কোর। প্রোটিয়াদের হয়ে ইয়ানসেন ৩টি আর পারনেল নিয়েছেন ২টি উইকেট।

/এ এইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply