দূষণ কমাতে উড়োজাহাজের পরিবর্তে ট্রেনে বার্সা

|

ছবি: সংগৃহীত

দূষণ কমাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। উড়োজাহাজের পরিবর্তে দ্রুতগতির ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে জাভি হার্নান্দেজের দল। খবর এফসিবার্সেলোনা ডট কম‘র।

ফুটবলের মাধ্যমে অনেক জনকল্যাণমূলক কাজ করে বার্সেলোনা। দেড় দশকের বেশি সময় ধরে জাতিসংঘ জরুরি শিশু তহবিল ইউনিসেফকে সহযোগিতা করছে কাতালুনিয়ান ক্লাবটি। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংস্থাটিকে ১৭ কোটি ৬৪ লাখ বার্ষিক অনুদান দিচ্ছে বার্সেলোনা। বর্তমানে জাতিসংঘের শরনার্থীবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও কাজ করছে তারা। বার্সেলোনা থেকে দূরে কোথাও যেতে হলে সাধারণত আকাশপথ ব্যবহার করেন লেভানদোভস্কি, বুস্কেটস, টের স্টেগেনরা। তবে এবারের মাদ্রিদ যাত্রায় রেলপথ বেছে নিয়েছে বার্সা।

দূষণ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কোচ জাভি। তিনি বলেন, দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা আগে কখনো ট্রেনে যাইনি। আমাদের ম্যাচ বিকেলে। ভ্রমণের জন্য এটা একটা আদর্শ দিন।

ছবি: সংগৃহীত

ট্রেনে পৌনে ৩ ঘণ্টা ভ্রমণ করতে হবে লেভা, গাভি, রাফিনহাদের। তবে জাভি মনে করেন, ভ্রমণের ধকল তাদের খেলায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, আমরা নিজ থেকে ট্রেনে যেতে চেয়েছি। এ ভ্রমণে কোনো সমস্যা হবে না। মাদ্রিদে পৌঁছেই আমরা ঘুমানোর সুযোগ পাবো।

প্রসঙ্গত, মেসি–পরবর্তী যুগে প্রথমবার লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাদ্রিদে যাচ্ছে বার্সা। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নয়, মাদ্রিদেরই আরেক ক্লাব হেতাফের মুখোমুখি হবে তারা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply