দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন

|

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সেই সাথে, আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন একুশতম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে আরেকজনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রীতি অনুযায়ী শপথ শেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।

বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দেন শপথ অনুষ্ঠানে। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তরুণ নেতা থেকে রাষ্ট্রপতি: মোহাম্মদ সাহাবুদ্দিনের বর্ণাঢ্য ক্যারিয়ার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply