‘বাবাকে হত্যার ২৫ বছর পর’ মেয়েকেও কুপিয়ে হত্যা

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জেরে ‘বাবাকে হত্যার ২৫ বছর পর’ মেয়েকেও কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম লুলু আল মারজান (৪০)। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী। তিনি ইউনিয়নটির গয়ালমারা এলাকায় বেসরকারি একটি সংস্থা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে লুলু আল মারজান এর পরিবারের সাথে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের লোকজনের মধ্যে জমির দখল-বেদখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মৃত অবস্থায় দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের রক্তাক্ত লাশটি উদ্ধার করেছে বলে জানান ওসি।

১৯৯৯ সালে বাবা মোহাম্মদ আলমগীরকে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল দাবি পরিবারের।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply