গাজায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত

|

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু হলো আরও দুই ফিলিস্তিনির। মঙ্গলবারের (৯ মে) আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। খবর রয়টার্সের।

গাজায় নিহতদের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। মঙ্গলবার ইসলামিক জিহাদ সদস্যদের ঘাঁটি লক্ষ্য করে অভিযানের কথা জানায় তেল আবিব। গভীর রাতে চালানো বিমান হামলায় হয় ব্যাপক হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার ও বাকিরা বেসামরিক বলে জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় চরম প্রতিশোধের হুমকি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ-পিআইজে। জবাবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যেকোনো ধরনের পরিস্থিতির জন্য সেনা ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। শত্রুপক্ষকে বলবো, যে কোনো ধরনের আগ্রাসী আচরণের কঠোর জবাব দেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply