ভারতের কর্ণাটকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ

|

ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (১০ মে) সকাল থেকে রাজ্যের ২২৪টি আসনে শুরু হয় ভোটাভুটি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর এপি নিউজের।

এরইমধ্যে ভোট দিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাসহ বিজেপির সিনিয়র নেতারা। কর্ণাটক বিধানসভা ভোটে এবার মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লাখ ৭১ হাজার। পুরুষ ভোটার ২ কোটি ৬৬ লাখ আর নারী ভোটারের সংখ্যা ২ কোটি ৬২ লাখ।

গত নির্বাচনে বিজেপি এগিয়ে থাকলেও ম্যাজিক ফিগার না থাকায় জোট বেঁধে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস। মুখ্যমন্ত্রী হন তৃতীয় স্থানে থাকা দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী। এর পরের বছরই জোটে ভাঙন ধরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। এবারও বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply