চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও পড়বে: ইলন মাস্ক

|

বৈশ্বিক চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও পড়বে। তাই এখন থেকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন টুইটার এবং টেসলার প্রধান ইলন মাস্ক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (১৬ মে) টেসলার পরিচালনা পর্ষদের সভায় দেয়া এক ভাষণে মাস্ক শঙ্কা জানিয়ে বলেন, আগামী ১ বছর অত্যন্ত চ্যালেঞ্জিং বৈশ্বিক রাজনীতির জন্য। ডলার সংকট, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক চাপের প্রভাব পড়বে টেক জায়ান্টগুলোর ওপরও। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই সতর্ক হওয়া উচিত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মাস্ক বলেন, বৈদ্যুতিক গাড়ি, মোবাইল, কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও থাকবে ঝুঁকির মধ্যে। ফলে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply