আফগানিস্তানে চরম অপুষ্টির ঝুঁকিতে অন্তত ২৩ লাখ শিশু, বাড়ছে শিশুশ্রমও: জাতিসংঘ

|

আফগানিস্তানে চরম অপুষ্টির ঝুঁকিতে আছে অন্তত ২৩ লাখ শিশু। বৃহস্পতিবার (১৮ মে) এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। খবর এএনআই এর।

জতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে আফগানিস্তানের বেশিরভাগ শিশু। বর্তমানে অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে পৌনে নয় লাখ। জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা সেবা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এছাড়া, দেশটিতে শিশুশ্রমে নিযুক্ত আরও অন্তত ১৬ লাখ। জাতিসংঘ বলছে, প্রায় সাড়ে আট লাখ গর্ভবতী এবং সদ্য সন্তান জন্মদানকারী নারী ভুগছেন চরম অপুষ্টিতে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা সংস্থাটির। সংকট নিরসনে আন্তর্জাতিক মহলকে জরুরি ভিত্তিতে সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এ নিয়ে ইউনিসেফের আফগান প্রতিনিধি ফ্রান ইকিজা বলেন, আফগানিস্তানের এই দুরাবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো দেশটির শিশুরা। বর্তমানে ৯০ শতাংশ শিশু দারিদ্র্যের দ্বারপ্রান্তে রয়েছে। চলতি বছর অন্তত ২৩ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হবে। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ সহায়তার অভাব রয়েছে। এই বিশাল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশটিতে সহায়তা প্রয়োজন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply