রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় সৌদি

|

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে আগ্রহী সৌদি আরব। আরব লিগের শীর্ষ সম্মেলনে এমনটি জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর রয়টার্সের।

শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় শুরু হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বয়ে গঠিত জোট আরব লিগের ৩২তম শীর্ষ সম্মেলন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত বিরোধ নিয়ে শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে রয়েছে আরব দেশগুলো। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের নেতাদের প্রভাবিত করতেই জেদ্দা সফরে এসেছেন জেলেনস্কি।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, মস্কো-কিয়েভ সংকট সমাধানে প্রচেষ্টার অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। এদিকে এক যুগ পর পর বৈঠকে অংশ নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

স্বাগত ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, মধ্যপ্রাচ্যে চলা বিভিন্ন সংকট সমাধানে একসাথে কাজ করবে জোটভুক্ত দেশগুলো। এর পাশাপাশি বিশ্বজুড়ে চলা সংকট সমাধানেও এগিয়ে আসবে আরব লিগ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply