পিটিআইকে কোণঠাসা করতে গ্রেফতার করা হচ্ছে একের পর এক শীর্ষ নেতাকে

|

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইকে কোণঠাসা করতে গ্রেফতার করা হচ্ছে দলটির একের পর এক শীর্ষ নেতাকে। মঙ্গলবার (২৩ মে) গভীর রাতে আবারও গ্রেফতার করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কোরেশিকে। খবর পাকিস্তান অবজারভারের।

খবরে বলা হয়েছে, আদিয়ালা জেল থেকে মুক্ত হওয়ার পরপরই তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য সুস্পষ্ট অভিযোগ জানানো হয়নি। পুলিশের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোরেশি জানান, যতোই চাপ প্রয়োগ করা হোক, আজীবন তিনি দলের সাথে থাকবেন।

এদিকে, একই রাতে কারাগারের বাইরে আবারও গ্রেফতার হন পাঞ্জাবের দুই শীর্ষ নেতা জামশেদ ও মুশাররাত চিমা। এই দম্পতির বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও সামরিক স্থাপনায় হামলায় মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়াই ইসলামাবাদের দুই নেতা আলি নওয়াজ আওয়ান ও ওমর আইয়ুবের বাড়িতে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। মঙ্গলবার দিনভর ছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ঘিরে চাপা উত্তেজনা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply