হাতঘড়ি বিক্রি হলো ৬৭ কোটি টাকায়!

|

ছবি: সংগৃহীত

চীনের শেষ সম্রাটের একটি হাতঘড়ি ৬২ লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৬৭ কোটি টাকার বেশি। খবর আল জাজিরা’র।

মঙ্গলবার (২৩ মে) হংকংয়ে এই নিলাম হয়। ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপের তৈরি।

মাত্র পাঁচ মিনিটের নিলামে (স্পিরিটেড বিডিং) ঘড়িটির দাম ওঠে ৫১ লাখ মার্কিন ডলার। ক্রেতার প্রিমিয়াম ফিসহ ঘড়িটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ মার্কিন ডলার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ঘড়ি বিভাগের এশিয়া অঞ্চলের প্রধান টমাস পেরাজি বলেন, তিনি এই যুগান্তকারী নিলামে রোমাঞ্চিত। কারণ, ঘড়িটি নিলামে বিক্রির ক্ষেত্রে রেকর্ড হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply